Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চেলসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন সিলভা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২২, ৩:২৯ পিএম
অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভার সঙ্গে আরো এক মৌসুমের চুক্তি করেছে ইংলিশ ক্লাব চেলসি। ২০২০-২১ মৌসুমের জন্য প্রথমে পিএসজি থেকে স্টামফোর্ড ব্রিজে আসেন এই ব্রাজিলিয়ান তারকা। এরপর চ্যাম্পিয়ন্স লিগে জয় পাওয়ার পর ২০২২ সালের জুন পর্যন্ত চুক্তি করে চেলসি। এখন আরো এক মৌসুম ইউরোপের চ্যাম্পিয়নদের সঙ্গে থাকছেন সিলভা। 
 
২০২১-২২ মৌসুমে তিনি ক্লাবটির হয়ে ২১টি ম্যাচ খেলেন৷ এই ম্যাচগুলো খেলে তিনি ২টি গোল করেন। ২১টি ম্যাচেই তার পারফরমেন্স দেখে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেন চেলসির কর্তারা৷ 
 
চেলসির সিইইউ এ ব্যপারে জানান, তার কোয়ালিটি মাঠের বাইরে ও ভেতরে আমাদের দলে অনেক বড় প্রভাব রাখে। আমরা আশা করি তার নতুন যাত্রাও আমাদের সঙ্গে ভালো হবে।’


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ