Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমবাপ্পের হ্যাটট্রিক রাউন্ড ষোলতে পিএসজি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২২, ১:৩৬ পিএম
কুপ দি ফ্রান্সে আজ ভানেসের বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে পিএসজি৷ এর মাধ্যসে কুপ দি ফ্রান্সের রাউন্ড ষোলতে জায়গা করে নিয়েছে প্যারিসের জায়ান্টরা৷ 
 
ম্যাচটিতে হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপ্পে৷ দলের হয়ে অপর গোলটি করেছেন কিম্পেম্বে। ম্যাচের ২৮ মিনিটের মিনিটের সময় কিম্পেম্বে গোল করে দলকে এগিয়ে নেন৷ প্রথমার্ধে আর কোন গোল পায়নি তার দল। এমবাপ্পে তার কারিশমা দেখান ম্যাচের দ্বিতীয়ার্ধে। ফ্রান্সের চতুর্থ বিভাগে খেলা ভানেসকে নিয়ে ছেলেখেলায় মেতে ওঠেন এমবাপ্পে। ম্যাচের ৫৯ মিনিটে প্রথম, ৭১ মিনিটে দ্বিতীয় ও ৭৬ মিনিটে তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। 
 
চতুর্থ বিভাগের দল হলেও পিএসজির বিপক্ষে প্রথমার্ধে বেশ ভালোই ফাইট দেয় ভানেস। কিন্তু দ্বিতীয়ার্ধে এমবাপ্পে ১৫ মিনিটের ঝড়ে সবকিছু বদলে দেন। 
 
এদিকে এ ম্যাচটিতে খেলার কথা ছিল লিওনেল মেসির। কিন্ত নিয়মিত পরীক্ষায় তার করোনা ধরা পরলে তাকে বাদ দিতে হয়।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ