Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২২, ১২:৩১ পিএম
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে ৩২৮ রানে অলআউট করার পর টাইগাররা করে ৪৫৮ রান। এরপর আজ চতুর্থদিন কিউইদের ১৪৭ রানে পাঁচটি উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ফলে চতুর্থদিন শেষে নিউজিল্যান্ড এখন এগিয়ে আছে মাত্র ১৭ রানে। কাল শেষ দিস তাদের অল্প রানে বেঁধে ফেলতে পারলেই কাজ শেষ হবে বাংলাদেশের। তখন পঞ্চমদিন অল্প রান করেই জয় তুলে নিতে পারবে মুমিনুল বাহিনী। 
 
গতকাল তৃতীয়দিন ৬ উইকেট হারিয়ে ৪০১ রান করে বাংলাদেশ। এরপর আজ রানের খাতায় ৫৮ রান তুলে বাকি উইকেটগুলো হারায় তারা। গতকাল ২০ রানে অপরাজিত থাকা মেহেদি হাসান মিরাজ আজ ৪৭ রান করে টিম সাউদির বলে আউট হন। 
 
বাংলাদেশ অলআউট হওয়ার পর নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শুরু থেকে তাদের চেপে ধরে টাইগার বোলাররা। একমাত্র উইল ইয়ং ছাড়া ক্রিজে থিতু হতে পারেননি আর কেউ। তিনি ৬৯ রান করে এবাদত হোসেনের বলে বোল্ড আউট হন। এখন স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে ৩৭ রান করে অপরাজিত আছেন রস টেইলর। তাকে দ্রুত আউট করে দিতে পারলে বাংলাদেশের কাজটি সহজ হয়ে যাবে। টেইলর ছাড়া রাচিন রবিন্দ্র ৬ রান করে অপরাজিত আছেন৷ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংস সর্বোচ্চ চারটি উইকেট তুলে নিয়েছেন এবাদত। তার বলের সামনে দাঁড়াতেই পারেনি কিউই ব্যাটসম্যানরা। অপর উইকেটটি পেয়েছেন তাসকিন আহমেদ।।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ