Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়াং স্টার-এ বিচারক রেজওয়ান চৌধুরী বন্যা ও ফাতেমা তুজ জোহরা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

টিভি চ্যানেল আরটিভির আয়োজনে শুরু হয়েছে তরুণদের জন্য সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো ড্যানিশ প্রেজেন্টস ইয়াং স্টার। এই আয়োজনের কয়েকজন প্রতিযোগীর গান ভাইরাল হয়েছে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার বাংলা গানের ভান্ডার সমৃদ্ধ করা পঞ্চকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন ও দ্বিজেন্দ্রলাল রায়ের গান দিয়ে সাজানো হয়েছে ইয়াং স্টার-এর বিশেষ পর্ব। আর এই পর্বে প্রতিযোগীরা গেয়েছেন পঞ্চকবির গান। বিচারক হয়েছেন কিংবদন্তী রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমা তুজ জোহরা। রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, রিয়েলিটি শো’তে পঞ্চকবির গান নিয়ে বিশেষ পর্ব এই বিষয়টি আমার অনেক বেশি লেগেছে। এজন্য এর সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। এমন একটি আয়োজনে তরুণদের কণ্ঠে পঞ্চকবির গান শুনতে পেরে ভীষণ ভালো লেগেছে। ফাতেমা তুজ জোহরা বলেন, ছোট ছোট ছেলে মেয়েরা কি সুন্দর করে এত এত কঠিন গান সহজে গেয়েছে। পঞ্চকবির গান গাওয়া এতো সহজ নয়। কিন্তু প্রতিযোগীরা দারুণ করে গানগুলো গেয়েছে। এই আয়োজনের মাধ্যমে ভালো কিছু শিল্পী উঠে আসবে বলে আমি বিশ্বাস করি। এমন একটি আয়োজনে স¤পৃক্ত হতে পেরে আমি আনন্দিত। প্রতিটি পর্বেই অতিথি বিচারকের সঙ্গে থাকবেন এই আয়োজনের প্রধান তিন বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী। আজ রাত ৮টায় আরটিভিতে পঞ্চকবির গানের প্রথম পর্ব প্রচার হবে। অন্য দুটি পর্ব ৫ ও ১১ জানুয়ারি একই সময়ে। সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শো আরটিভি ছাড়াও আরটিভি প্লাস ও আরটিভি রিয়েলিটি শো-এর ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে দেখা যাবে বলে জানান, আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব। রিয়েলিটি শো-এর উপস্থাপনা করছেন ইমতু রাতিশ ও রুহানী সালসাবিল লাবণ্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেজওয়ান চৌধুরী বন্যা ও ফাতেমা তুজ জোহরা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ