Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

সৌম্য ট্যান্ডনের জায়গায় দর্শকরা আমাকে মেনে নিয়েছে : নেহা পেন্দসে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

ভারতীয় টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে বেশিদিন চলা সিটকম ‘ভাবি জি ঘর পার হ্যায়’কে প্রধান দুই ভাবির চরিত্র নিয়ে একাধিকবার হোঁচট খেতে হয়েছে। প্রথমে আরি ভাবির ভূমিকায় শিল্পা শিন্দের স্থলাভিষিক্ত হন শুভাঙ্গি আত্রে। এবং, সম্প্রতি আনিতা ভাবির ভূমিকায় সৌম্য ট্যান্ডনের জায়গায় এসেছেন নিহা পেন্দসে। অনেকের সন্দেহ ছিল সৌম্যর গ্ল্যামারাস ভূমিকার প্রতি সুবিচার করতে পারবেন কীনা। সৌম্য জানান চরিত্রটি নিয়ে তিনি একঘেয়েমিতে ভুগছিলেন তাই প্রস্থানের সিদ্ধান্ত নেন। আনিতা মিশ্র’র ভূমিকায় আসেন নেহা পেন্দসে। প্রথমের কয়েক পর্বে তার অভিনয় দেশে দর্শকরা মিশ্র প্রতিক্রিয়া দেখায়। অনেকে পূর্বাভাস দেয় সিরিজটির জনপ্রিয়তা কমবে। তবে শেষ পর্যন্ত তা সত্য হয়নি, দর্শকরা নেহাকে ‘গোরি মেম’-এর ভূমিকায় মেনে নিতে শুরু করেছে। নেহা পেন্দসে সম্প্রতি সংবাদ মাধ্যমের কাছে বলেছেন তিনি সফলভাবে সিরিজটিতে জায়গা করে নিয়েছেন। তিনি বলেন, শুরুটা আবশ্যিকভাবে শুরু হয়েছিল আমাকে মেনে না নেয়া দিয়ে, আমি এমনই ধারণা করেছিলাম। তবে কিছু দর্শক আমাকে মেনে নেয়। বড় অংশ মেনে নেয়নি। তবে টেলিভিশন দেখা এক ধরণের অভ্যাসের মত, তাই অবস্থা বদলেছে। যদি একজন শিল্পী টানা পাঁচবছর একটি চরিত্র করে তাহলে তার জায়গায় অন্য কাউকে মেনে নেয়া কঠিন। আমি আজ পর্যন্ত ১০ মাস এই চরিত্রে অভিনয় করছি। অবশ্যই আমার গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ