Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাদুঘরে নবসজ্জিত শিল্পাচার্য জয়নুল আবেদিন গ্যালারির উদ্বোধন কাল

প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয় জাদুঘরের শিল্পাচার্য জয়নুল আবেদিন গ্যালারি সংস্কারপূর্বক সম্পূর্ণ নতুন আঙ্গিকে সম্প্রতি নবসজ্জিত করা হয়েছে। আইএফআইসি ব্যাংক লিমিটেডের আর্থিক সহযোগিতায় এই সংস্কার ও সজ্জিতকরণ সম্ভব হয়েছে। সার্বিক কারিগরি সহায়তা প্রদান করেছে ‘দৃক’ পিকচার লাইব্রেরি লিমিটেড। গ্যালারিটি কিউরিং করেছেন দৃক-এর এ এস এম রেজাউর রহমান। কাল ২৯ অক্টোবর শনিবার বিকাল ৪টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি এই নবসজ্জিত গ্যালারি উদ্বোধন করতে সানুগ্রহ সম্মতি প্রদান করেছেন। মাননীয় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি সম্মানীয় অতিথি হিসেবে এ অনুষ্ঠানে যোগ দিতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং আইএফআইসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রখ্যাত চিত্রশিল্পী অধ্যাপক হাশেম খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাদুঘরে নবসজ্জিত শিল্পাচার্য জয়নুল আবেদিন গ্যালারির উদ্বোধন কাল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ