Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডবল ডোজ ভ্যাকসিনেও নেই সুরক্ষাকবচ, করোনা আক্রান্ত সস্ত্রীক জন আব্রাহাম

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২২, ১২:৪১ পিএম

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে ক্রমশ চওড়া হচ্ছে করোনা ভাইরাসের থাবা। টিকার ডবল ডোজ নিয়েও এবার আক্রান্ত হলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম ও তার স্ত্রী প্রিয়া রুঞ্চল। সংবাদসংস্থা এএনআই-কে নিজেই এই খবর জানিয়েছেন জন। তিনি এও জানিয়েছেন, দু’জনেরই মৃদু উপসর্গ রয়েছে। তাই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। টিকার ডবল ডোজ নেওয়া হয়েছিল তাঁদের। তা সত্ত্বেও শরীরে করোনা থাবা বসানোয় কিছুটা স্তম্ভিত তিনি।

ইনস্টাগ্রাম পোস্টে জন নিজেই জানিয়েছেন, তিনদিন আগেই তিনি কোভিড পজিটিভ রোগীর সংস্পর্শে আসেন। তবে তখনও বিষয়টি জানতেন না। পরে ওই ব্যক্তি কোভিড পজিটিভ হওয়ার খবর পেয়ে বলিউড অভিনেতা এবং তাঁর স্ত্রী করোনা পরীক্ষা করান। জন ও প্রিয়া – দু’জনেরই মৃদু উপসর্গ রয়েছে, তাই তাঁরা বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। ইনস্টা পোস্টে জন আরও লেখেন – ”আমরা টিকার জোড়া ডোজ নিয়েছিলাম। আপনারা সকলে সাবধানে থাকুন আর মাস্ক পরুন।”

মহিলামহলে বরাবর জনপ্রিয় জন আব্রাহাম। বলিউডে নিজের কেরিয়ার গড়লেও প্রচুর কাজে তাঁকে দেখা যায়, এমনটা নয়। বরং বেশ ঝাড়াইবাছাই করে তবেই সিনেমায় অভিনয় করেন। ‘গরম মসালা’, ‘দোস্তানা’র মতো জনপ্রিয় সিনেমার পাশাপাশি জন আব্রাহাম ‘মাদ্রাজ কাফে’ কিংবা ‘পরমাণু’র মতো সমান্তরাল ছবিতেও নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। এই মুহূর্তে কিছু সিরিজের কাজ রয়েছে জনের হাতে। তবে করোনার কারণে সেসব পিছিয়ে দিতে হয়েছে।

মহামারীতে আক্রান্ত হয়েও দৈনন্দিন জীবন থমকে যায়নি জন আব্রাহামের। হোম আইসোলেশনে থাকার সময়েও স্ত্রী ও পরিবারের সঙ্গে ভাল সময় কাটাচ্ছেন বলে নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তার ইনস্টা পোস্টে দেখা গিয়েছে, তিনি ও স্ত্রী প্রিয়া দুই পোষ্যকে নিয়ে দিব্যি সময় কাটাচ্ছেন। সাজাচ্ছেন ঘরদোরও। তবে জনই প্রথম নন, এর আগে কাপুর পরিবারের তিন সদস্য-সহ অর্জুন কাপুরের করোনা পজিটিভ হওয়ার খবর মেলে। অর্জুন দ্বিতীয়বারের জন্য মহামারীতে আক্রান্ত হয়েছেন। গোটা পরিবারই কোভিড টেস্ট করিয়েছে। সতর্কতা অবলম্বনে সকলেই রয়েছেন হোম আইসোলেশনে। সূত্র: এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ