নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্প্যানিশ লা লিগায় গতকাল অঘটনের জন্ম দিয়েছে গেতাফে। তারা ১-০ গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে টেবিলের শীর্ষে থাকা দল রিয়াল মাদ্রিদকে। গেতাফের বিপক্ষে অপ্রত্যাশিত এ হারের মাধ্যমে গত অক্টোবরের পর প্রথম হারের স্বাদ পেয়েছে রিয়াল৷ গত ৩ অক্টোবর লা লিগাতেই তারা এসপায়নলের বিপক্ষে হেরেছিল। ম্যাচটিতে ৯ মিনিটের সময় তুরষ্কের ফুটবলার ইনাস উনাল গোল করে গেতাফেকে এগিয়ে নেন। এই গোল করে তারা রিয়ালকে গোল করা থেকে আটকানোতে মনযোগ দেয়। এক্ষেত্রে পুরোপুরি সফল হয় টেবিলের ১৬তম স্থানে থাকা দলটি। ম্টি
এ ম্যাচটির মাধ্যমে দলে ফেরেন গোলরক্ষক থিবো কর্তোয়া। তারকক খেলোয়াড় লুকা মদ্রিচ, মার্কো আসেনসিও, রদ্রিগো। তারা করোসা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে কিছুদিন মাঠের বাইরে ছিলেন৷ তবে ফিরেই তাদের পেতে হলো হারের স্বাদ। অন্যদিন করিম বেনজেমা জ্বলে ওঠলেও গেতাফের বিপক্ষে ম্যাচটিতে তিনি জ্বলে ওঠতে পারেননি। তাছাড়া করোনায় আক্রান্ত হয়ে ভিনিসিয়াস জুনিয়রও না খেলতে পারায় রিয়াল গেতাফের বিপক্ষে হয়ত কুলিয়ে ওঠতে পারেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।