মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বিড়ালের কারণে গত তিন বছরে শতাধিক বাড়িতে আগুন লেগেছে। এতে একাধিক মানুষ দগ্ধ হন। বিষয়টি জানার পর নড়েচড়ে বসেছে নগর কর্তৃপক্ষ। বাসিন্দাদের মধ্যে যাদের ঘরে পোষা প্রাণী রয়েছে, তাদের সাবধানে থাকার ব্যাপারে সতর্ক করে দিয়েছে।
সিউলের নগর অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানিয়েছে, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত মোট ১০৭টি বাড়িতে আগুন লাগার কারণ ছিল বিড়াল। অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলছে, বিড়ালগুলো বৈদ্যুতিক চুলার সুইচ অন করে দেয়ার পর এসব বাড়িতে আগুন লাগে বলে ধারণা করছে তারা। চুলার যে বাটন রয়েছে, সেসব একটু স্পর্শ করলেই আগুন জ্বলে ওঠে। চুলা বেশি উত্তপ্ত হলে আগুন ছড়িয়ে পড়তে পারে। বিড়াল সেই বাটনের ওপর লাফ দিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, আগুন লাগার ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন। অর্ধেকের বেশি আগুন লাগার ঘটনা ঘটেছে পোষা বিড়ালের মালিক ঘরে না থাকার সময়।
সিউলের অগ্নিনির্বাপণ বিভাগের একজন কর্মকর্তা চাং গিও চিউ বলেন, ‘সম্প্রতি বিড়ালসংক্রান্ত আগুন লাগার ঘটনা ঘটেই চলেছে। যেসব বাড়িতে পোষা প্রাণী রয়েছে, সেসব বাড়ির মানুষকে নিজেদের পোষা প্রাণী নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি। যখন বাড়িতে কেউ থাকবে না, তখন এভাবে আগুন ছড়িয়ে পড়তে পারে।’ নগর অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, সিউলে পোষা প্রাণীসংক্রান্ত আগুন লাগার ঘটনা বেড়েছে। এ সমস্যা শুধু দক্ষিণ কোরিয়ায় সীমাবদ্ধ নেই। আমেরিকান হিউম্যান অ্যাসোসিয়েশনের হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রতিবছর প্রায় এক হাজার বাড়িতে আগুন লাগার জন্য কোনো না কোনো পোষা প্রাণী দায়ী। সূত্র : সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।