নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির বালক বিভাগে মৌলভীবাজার ও বালিকায় ঝিনাইদহ জেলা সেরার খেতাব জিতেছে। গতকাল বিকালে পল্টন ময়দানে বালক বিভাগের ফাইনালে মৌলভীবাজার ২৯-১৫ পয়েন্টে চট্টগ্রাম জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যাচের শুরু থেকেই লিড পেয়ে এগিয়ে থাকে মৌলভীবাজার। বিজয়ীরা প্রথমার্ধে ১০-৭ পয়েন্টে এগিয়ে ছিল। বিরতির পরও ম্যাচে নিজেদের আধিপত্য ধরে রেখে শেষ পর্যন্ত সহজ জয় তুলে নেয় মৌলভীবাজার। একই ভেন্যুতে রাতে বালিকা বিভাগের ফাইনালে ঝিনাইদহ ২৫-১৯ পয়েন্টে টুর্নামেন্টের হট ফেভারিট নড়াইল জেলাকে হারিয়ে শিরোপা ঘরে তোলে। ম্যাচের শুরু থেকে দুর্দান্ত নৈপুন্য দেখিয়ে শেষ পর্যন্ত জয় তুলে নেয় ঝিনাইদহ। তবে বিরতির আগে নড়াইল তীব্র লড়াই করেছে। যদিও প্রথমার্ধে ১৪-১২ পয়েন্টে এগিয়ে ছিল ঝিনাইদহ।
কাবাডি ফেডারেশনের সভাপতি ও র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। এসময় বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।