Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়ান ওপেনে চোখ রাডুকানুর

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

কোভিড-১৯ থেকে মাত্রই সেরে উঠেছেন। তবে আইসোলেশন থেকে মুক্ত হয়ে কোর্টে নামার আগে একটু সময় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমা রাডুকানু। তাই মেলবোর্নে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনের ‘ওয়ার্ম আপ টুর্নামেন্ট’ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন গত ইউএস ওপেনের এই চ্যাম্পিয়ন। রাডুকানুর বরাত দিয়ে গতপরশু বিষয়টি জানিয়েছে টুর্নামেন্ট আয়োজকরা। মেলবোর্ন পার্কে আগামী ৪ জানুয়ারি শুরু হয়ে ৯ জানুয়ারি শেষ হবে ডবিøউটিএ-২৫০ প্রস্তুতিমূলক টুর্নামেন্টটি, যা ‘মেলবোর্ন সামার সেট’ নামে পরিচিত।
গত সেপ্টেম্বরে টেনিসের ইতিহাসে বাছাইপর্ব পেরিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনে গ্র্যান্ড সø্যাম জয়ের ইতিহাস গড়েন রাডুকানু। ১৭ দিনের মধ্যে বাছাইপর্বের তিনটিসহ মোট ১০ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হন ১৯ বছর বয়সী এই টেনিস তারকা। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ডিসেম্বরে আবুধাবিতে মুবাদালা ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশিপ প্রদর্শনী ইভেন্ট থেকেও সরে দাঁড়ান রাডুকানু। সব ঠিক থাকলে আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনে অভিষেক হবে রাডুকানুর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ