Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সিনিয়র অ্যাথলেটিক্স শুরু আজ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

দেশের বিভিন্ন জেলা ও সার্ভিসেস সংস্থার প্রায় চারশ’ অ্যাথলেটের অংশগ্রহনে আজ থেকে শুরু হচ্ছে শেখ কামাল জাতীয় সিনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতার খেলা। বনানীস্থ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে তিন দিনব্যাপী এ আসরে ৪০টি ইভেন্টে খেলা হবে। এবার নতুন চারটি ইভেন্ট যোগ করা হয়েছে। এগুলো হলো- ৫ ও ১০ হাজার মিটার দৌঁড়, ৪০০ মিটার হার্ডলস এবং ট্রিপল জাম্প। ফলে ৩৬ থেকে বেড়ে এখন ইভেন্ট সংখ্যা দাঁড়ালো ৪০-এ। এবারের জাতীয় সিনিয়র অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্টে ফটো ফিনিশিংয়ে ফলাফল নির্ধারণ করা হবে। যে কারণে ভারত থেকে ফটো ফিনিশিং মেশিন ও পরিচালনার জন্য দক্ষ দুই জন অপারেটরকে আনা হয়েছে। ফলে ২০১৭ সালের পর আবার ফটো ফিনিশিংয়ে হবে জাতীয় অ্যাথলেটিক্স। তবে এই মেশিনে সরাসরি ডিজিটাল স্কোর দেখা না গেলেও পাওয়া যাবে অ্যাথলেটদের ইলেক্ট্রোনিক্স টাইমিং। জাতীয় অ্যাথলেটিক্সে অংশ নেয়ার জন্য দেশে এসেছেন লন্ডন প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমান। সেনাবাহিনীর হয়ে এবার ট্র্যাক মাতাবেন তিনি। প্রতিযোগিতায় স্বর্ণ জয়ীদের তিন হাজার, রৌপ্য জয়ীদের দুই হাজার ও ব্রোঞ্জ জয়ীদের এক হাজার টাকা করে অর্থ পুরস্কার দেয়া হবে। এছাড়া নতুন রেকর্ডধারীরা পাবেন ৫ হাজার টাকা করে প্রাইজমানি ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ