বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সেনবাগ উপজেলা থেকে ককটেল তৈরির সরঞ্জামসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার কাদরা ইউনিয়নের উত্তর জয়নগর গ্রামের বেচু মিয়ার ছেলে আবির হোসেন, একই ইউনিয়নের মহুয়া গ্রামের মো. জাফর উল্যার ছেলে রাকিবুল ইসলাম, মফিজ উল্যার ছেলে আহমেদ পারভেজ ও মো. শহীদ উল্যাহ।
সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারি জানান, গত শনিবার দিবাগত রাতে সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাডু মিয়ার বাড়ি ও সহিদ মিয়ার নতুন বাড়িতে এসআই সবুজ চন্দ্র পালের নেতৃত্বে রাত্রি কালিন টহল মোবাইল-১ অভিযান পরিচালনা করে। এ সময় রাত ১টা দিকে ৪ আসামিকে ককটেল তৈরির সরঞ্জামসহ হাতে নাতে গ্রেফতার করে পুলিশ।
ওসি ইকবাল হোসেন পাটোয়ারী আরও জানান, গ্রেফতারকৃত চার আসামিকে বিস্ফোরক আইনে মামলা দিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।