রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বলেছেন, সুন্দরবন এলাকার নিরাপত্তার লক্ষ্যে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। নিরাপত্তার স্বার্থে আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা শ্যামনগরে আরও একটি থানা ও মুন্সীগঞ্জে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাবনা দেয়া হবে। একই সাথে এখানে পুলিশের একটি আধুনিক গেস্টহাউজ নির্মাণ করা হবে।
গতকাল রোববার সাতক্ষীরার শ্যামনগরের মুন্সীগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে নির্মিত রিভারভিউ ঘাট উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ, শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল্লাহ, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ, পরিদর্শক (তদন্ত) কাজী শহিদুল ইসলাম প্রমুখ। পরে খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন সুন্দরবনের কলাগাছিয়াসহ বিভিন্ন স্পট পরিদর্শন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।