Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পাক-ভারত পরমাণু স্থাপনা ও বন্দিদের তালিকা বিনিময়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

পরমাণু স্থাপনা ও বন্দিদের তালিকা বিনিময় করেছে ভারত ও পাকিস্তান। ১ জানুয়ারি শনিবার নতুন বছরের প্রথম দিনে এই তালিকা বিনিময় করে দুই দেশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। বর্তমানে পাকিস্তান ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক সর্বকালের নিম্ন পর্যায়ে থাকা সত্তে¡ও তিন দশকেরও বেশি আগের ঐতিহ্য বজায় রেখে এই তালিকা বিনিময় করলো দুই দেশ। কারাগারে আটক বন্দিদের তালিকা বিনিময়ের পাশাপাশি ভারতের পক্ষ থেকে পাকিস্তানে বন্দি মৎস্যজীবীদের দ্রæত মুক্তি চাওয়া হয়েছে। জানা গেছে, পারমাণবিক স্থাপনার তালিকা একযোগে দিল্লি ও ইসলামাবাদে ক‚টনৈতিক চ্যানেলের মাধ্যমে বিনিময় করা হয়। এই স্থাপনাগুলো শত্রæতার সময়েও আক্রমণ না করার সমঝোতা রয়েছে দুই দেশের মধ্যে। ১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর দুই দেশের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এটি কার্যকর হয় ১৯৯১ সালের ২৭ জানুয়ারি থেকে। ওই চুক্তিতে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানকে প্রতি বছরের ১ জানুয়ারি চুক্তির আওতায় পরমাণু স্থাপনাগুলো সম্পর্কে একে অপরকে জানাতে হবে। অবশ্য নিজেদের পারমাণবিক স্থাপনার বিস্তারিত বিবরণ প্রকাশ করে না কোনও পক্ষ। দিল্লি ও ইসলামাবাদে ক‚টনৈতিক চ্যানেলের মাধ্যমে একযোগে বিনিময় করা বেসামরিক বন্দি ও জেলেদের তালিকা অনুযায়ী, ভারতে বর্তমানে ২৮২ জন পাকিস্তানি বেসামরিক বন্দি রয়েছে এবং ৭৩ জন পাকিস্তানি মৎস্যজীবী ভারতীয় কারাগারে রয়েছে। হিন্দুস্তান টাইমস।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরমাণু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ