Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলি বিমান হামলা গাজায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

রকেট ছোড়ার জবাবে ফিলিস্তেনের গাজা উপত্যকায় দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। শনিবার গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের অবস্থান লক্ষ্য করে অভিযান পরিচালনার দাবি করেছে ইসরাইল। রবিবার ইসরাইলি সামরিক বাহিনী বিবৃতিতে জানিয়েছে, নববর্ষ উদযাপনে বিশ্বব্যাপী আতশবাজির আলোয় যেমন আলোকিত হয়ে যায়, তেমনি গাজার সন্ত্রাসীদের রকেটে এমনটা ঘটেছে। ‘এর জবাবে গাজার শুধু হামাসের স্থাপনায় হামলা চালিয়েছি আমরা। এর মধ্যে একটি হামাসের রকেট উৎপাদনের সাইট এবং তাদের সামরিক স্থাপনা ছিল’। গাজা থেকে ছোড়া রকেটগুলো ইসরাইলে হামলার উদ্দেশে ছিল কিনা তা স্পষ্ট নয়। কারণ গাজা থেকে প্রায় সময়ই ভ‚মধ্যসাগরের দিকে রকেট পরীক্ষা চালিয়ে থাকে। শনিবারের হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। সামরিক বাহিনী আরও জানায়, রকেট হামলায় সাইরেন বাজানো হয়নি। রকেট প্রতিহতের জন্য আয়রন ডোম সিস্টেমও বসানো হয়নি। উল্লেখ্য, গত বছরের মে মাসে ইসরাইল এবং হামাসের মধ্যে ১১ দিনের যুদ্ধে আড়াই শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারান। যাদের অধিকাংশ বেসামরিক। পরবর্তীতে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয়পক্ষ। আল-জাজিরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ