মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মহাকাশ থেকে ইংরেজি নতুন বছর উদযাপন করেছেন ১০ জন। এবারই একসঙ্গে এতো বেশি সংখ্যক মানুষ মহাকাশ থেকে দিবসটি উদযাপন করেছেন। দুই স্পেস স্টেশন থেকে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন তারা। সাতজন ছিলেন রাশিয়ার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস)-এ। বাকি তিনজন ছিলেন চীনের তিয়ানগং স্পেস স্টেশনে। শনিবার রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস-এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রুশ নভোচারীদের একজন অ্যান্টন শ্কাপলেরভ। মহাকাশে তার নতুন বছর উদযাপনের বর্ণনা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় স¤প্রচারমাধ্যম আরটি। রসকসমস-এর এক বিবৃতিতে বলা হয়েছে, পৃথিবীর কাছাকাছি কক্ষপথে ১০ জন ২০২২ সালটি উদযাপন করেছেন। ইতিহাসে এতো বেশি সংখ্যক মানুষ সেখানে নতুন বছর উদযাপনের ঘটনা এটিই প্রথম। রুশ মহাকাশ সংস্থার হিসাব অনুযায়ী, গত ২১ বছরে রাশিয়ার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এ নতুন বছরের প্রথম দিনটি কাটিয়েছেন ৮৩ জন। বেশ কয়েকজনের ক্ষেত্রে এটি একাধিক বার ঘটেছে। আন্তন শকাপলরভ নামের একজন রুশ মহাকাশচারী কক্ষপথে চার বার ইংরেজি নতুন বছরের মাহেন্দ্রক্ষণটি কাটিয়েছেন। ২০১২, ২০১৫, ২০১৮ এবং ২০২২ সালের প্রথম দিনটি মহাকাশে কাটিয়েছেন তিনি। উইওন নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।