বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বলেছেন, সুন্দরবন এলাকার নিরাপত্তার লক্ষ্যে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। নিরাপত্তার স্বার্থে আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা শ্যামনগরে আরও একটি থানা ও মুন্সীগঞ্জে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাবনা দেওয়া হবে। একই সাথে এখানে পুলিশের একটি আধুনিক গেস্ট হাউজ নির্মাণ করা হবে।
রোববার (২ জানুয়ারি) সাতক্ষীরার শ্যামনগরের মুন্সীগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে নির্মিত রিভার ভিউ ঘাট উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ, শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) মো: শহীদুল্লাহ, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ, পরিদর্শক (তদন্ত) কাজী শহিদুল ইসলাম প্রমূখ।
পরে খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন সুন্দরবনের কলাগাছিয়াসহ বিভিন্ন স্পট পরিদর্শন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।