বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নরসিংদীর গাবতলীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসা ও মহিলা কামিল মাদরাসার ৩ দিনব্যাপী বার্ষিক ৪৬তম ওয়াজ মাহফিল গত শুক্রবার গভীর রাতে সমাপ্ত হয়েছে। এ জামেয়ার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক শায়খ সাইয়্যেদ কামালুদ্দীন আবদুল্লাহ জাফরীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম দিন প্রধান অতিথি ছিলেন নরসিংদী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মন্জুর এলাহী।
উদ্বোধক ছিলেন শিল্পপতি ও শিক্ষানুরাগী (ঢাকা) ফজলুল করিম (অনজু)। দ্বিতীয় দিন প্রধান অতিথি ছিলেন হামদর্দ গ্রুপের এমডি ইউসুফ আবদুল্লাহ হারুন ভূইয়া। উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ঢাকা) ট্রাস্টি মেম্বার সাইয়্যেদ ওসামা মুসাদ্দেক। তৃতীয় দিন প্রধান অতিথি ছিলেন শিল্পপতি শিক্ষানুরাগী (ঢাকা) শামীমুদ্দিন আকিজ। উদ্বোধক ছিলেন জামেয়া কাসেমিয়া মহিলা কামিল মাদরাসার গভর্নিং বর্ডির সভাপতি এবিএম বোরহান উদ্দিন ভূেইয়া। আলোচকবৃন্দ ছিলেন শায়খ ড. মুফতি আবুল কালাম আজাদ বাশার, শায়খ আহমাদুল্লাহ, শায়খ নুরুল ইসলাম মাক্কী, শায়খ আবু নছর আশরাফি, শায়খ মাহমুদুল হাসান আল মাদানী, পীরজাদা কামরুল ইসলাম সাঈদ আনসারী, শায়খ শাহ ওয়ালীউল্লাহ, শায়খ ড. রফিকুর রহমান আল মাদানী, শায়খ সাদিকুর রহমান আল আজহারী, শায়খ আবদুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। ৩ দিনই ওয়াজ মাহফিল চলাকালীন জামেয়ার মাঠ কানায় কানায় গভীর রাত পর্যন্ত পরিপূর্ণ ছিল।
আলোচকবৃন্দ মানুষকে হেদায়াতী কথা বলেন। পরকালের ভয়ের কথা বলেন, আল কোরআন হাদীস শিক্ষার কথা বলেন। মা বাবার সেবা যত্মের কথা বলেন। বক্তারা আরো বলেন, আল কোরআনের শিক্ষা আমাদেরকে আলোর পথ দেখায়। মানব কল্যানের পথ দেখায়। আমাদের মাঝে কোরআনের শিক্ষা নেই বলেই আজ আমরা অন্ধকারে নিমজ্জিত হচ্ছি। আমাদের থেকে রহমত ও মায়া মমতা উঠে যাচ্ছে। সকল প্রকার অন্যায় অপরাধ বেড়ে গেছে। আমাদের উপর বহু ধরণের বালা মছিবত মহামারী দেখা দিয়েছে। আল কোরআনই আমাদের সকল সমস্যার সমাধান দিতে পারে। আল কোরআনই আমাদের সকল মুক্তির একমাত্র পথ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।