প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)-এর নির্বাচন কমিশনার হলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান। সংগঠনটির নানা জটিলতায় সম্প্রতি আগের নির্বাচন কমিশনের সবাই পদত্যাগ করলে নতুন জটিলতার সৃষ্টি হয়। সংগঠনের নির্বাচন হওয়ার কথা ছিল গত ডিসেম্বরে। উদ্ভুত পরিস্থিতিতে শর্ত সাপেক্ষে বর্তমান কমিটির মেয়াদ আরো চার মাস বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সেই সঙ্গে এই সময়ের মধ্যে নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন করে ২০২২-২০২৪ মেয়াদে নির্বাচন আয়োজনেরও নির্দেশনা দেয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সুবর্ণা সরকার ও অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়। সিনিয়র সহকারী সচিব সুবর্ণা সরকার স্বাক্ষরিত টেলিপ্যাবকে দেয়া একটি চিঠিতে জানানো হয়েছে, টেলিপ্যাব-এর বর্তমান নির্বাচন উদ্ভুত পরিস্থিতি নিরসনের লক্ষ্যে বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪ এর ১৪ ও ১৫ বিধি অনুসরণপূর্বক পুনরায় নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন করে আসন্ন ২০২২-২০২৪ মেয়াদী কার্যনির্বাহী কমিটির নির্বাচন সুষ্ঠুভাবে স¤পন্ন করার জন্য নির্দেশক্রমে দিকনির্দেশনা প্রদান করা হলো। টেলিপ্যাব এর বর্তমান সাধারণ স¤পাদক সাজু মুনতাসির বলেন, গত ডিসেম্বরে টেলিপ্যাব-এর বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু গত নভেম্বরে আগের নির্বাচন কমিশন পদত্যাগ করায় বর্তমান কমিটি সাংবিধানিক জটিলটায় পড়ে। ফলে টেলিপ্যাবের বর্তমান কমিটি সাংবিধানিক জটিলতা কাটানোর জন্য আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করে। তারই প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে নতুন দিক নির্দেশনা দেয়া হয়। বর্তমান টেলিপ্যাব কমিটির মেয়াদ ১ জানুয়ারি ২০২২ থেকে ৩০ এপ্রিল ২০২২ পর্যন্ত করা হয়েছে। সাজু জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় ইতোমধ্যে নতুন নির্বাচন কমিশন নিয়োগ দেয়া হয়েছে। যাদের আওতায় আগামী চার মাসের মধ্যে দুই বছর মেয়াদী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন কামাল বায়েজিদ। তার সঙ্গে আরও দুজন নির্বাচন কমিশনার হলেন বাবুল বিশ্বাস ও ইলিয়াস খান। এছাড়া আপিল বিভাগের প্রধান করা হয়েছে ম. হামিদকে। সদস্য হিসেবে থাকছেন কেরামত মওলা এবং তারেখ মিন্টু। ২ জানুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।