রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা
মঠবাড়িয়ার সাপলেজা মডেল স্কুলের ৭ম শ্রেণীর এক ছাত্রীকে গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে এক বখাটে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে মুখম-ল ক্ষতবিক্ষত করে। এ সময় ওই ছাত্রী চিৎকার দিলে বখাটে তার গলা চেপে ধরে হত্যার হুমকি দিয়ে মুখম-লে নির্যাতন চালায়। এতে ওই ছাত্রীর ঠোঁট ও জিহ্বাসহ মুখগহ্বর রক্তাক্ত যখম হয়। ওই ছাত্রীর চিৎকার শুনে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় বখাটে সঞ্জিব মিস্ত্রী (২৮) পালানোর চেষ্টা করেলে তাকে আটক করে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। সঞ্জিব মিস্ত্রী পার্শ্ববর্তী শরণখোলা উপজেলার রাজেশ্বর গ্রামের ধলু মিস্ত্রীর পুত্র। এলাকাবাসী জানায়, গত এক সপ্তাহ আগে সঞ্জিব উপজেলার আমড়াগাছিয়া গ্রামের ফুফাতো ভাই নীল রতনের বাড়িতে বেড়াতে আসে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।