মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানে ইংরেজি নববর্ষ উদযাপনকালে আতশবাজির পাশাপাশি বিপজ্জনকভাবে আকাশের দিকে নির্বিচারে গুলি ছোড়ার কারণে অন্তত একজন নিহত ও ১৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির বিভিন্ন থানা বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে। শনিবার (১ জানুয়ারি) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। ১১ বছর বয়সী আলী রাজা নামের একজন জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সে উত্তর করাচির বাসিন্দা।
এদিকে ইদি ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য ডা. রুথ ফাউ সিভিল হাসপাতাল, জেপিএমসি ও আব্বাসী শহীদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে পুলিশ জানিয়েছিল, নতুন বছর উদযাপনের জন্য কেউ যাতে আকাশের দিকে নির্বিচারে গুলি ছোড়তে না পারে তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। করাচি পুলিশের মুখপাত্রের জারি করা বিবৃতিতেও জানানো হয়েছিল, উদযাপন পর্যবেক্ষণের জন্য একটি দল গঠন করা হয়েছে।
তাছাড়া নববর্ষ উদযাপনের একদিন আগে পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশনও আকাশের দিকে নির্বিচারে গুলি চালানোর ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল।
অ্যাসোসিয়েশন দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে জানায়, চাঁদের রাত, নববর্ষের আগের দিন, স্বাধীনতা দিবস, বিয়ের অনুষ্ঠান, বিজয় উদযাপন বিশেষ করে রাজনৈতিক দলগুলোর অনুষ্ঠানে আকাশের দিকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালানোর প্রবণতা বেড়েছে। সূত্র : ডন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।