Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জম্মু ও কাশ্মীরে তিন ঘটনায় নিহত ৯

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ৩৬ ঘন্টায় তিনটি ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে নয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে শ্রীনগরের উপকণ্ঠে তিন জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাঠানচকে রাতভর অভিযানে এ ঘটনা ঘটে; নিহতদের মধ্যে চলতি মাসে পুলিশ বাসে হামলায় জড়িত জইশ-ই-মোহাম্মদের এক সদস্যও আছে বলে দাবি তাদের। বন্দুকযুদ্ধে পুলিশের তিন সদস্য এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের এক সদস্য আহত হয়েছে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি। শুক্রবার পুলিশের কর্মকর্তারা জানান, পাঠানচকে বন্দুকযুদ্ধে নিহত জইশ-ই-মোহাম্মদের সদস্য সুহাইল আহমেদ রাঠের শ্রীনগরের উপকণ্ঠে জেওয়ান ক্যাম্পের কাছে পুলিশের এক বাসে হামলায় জড়িত ছিলেন। ওই হামলায় তিন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছিল। পাঠানচকে নিরাপত্তা বাহিনীর এই অভিযানের মধ্য দিয়ে জম্মু ও কাশ্মীরে স¤প্রতি সশস্ত্র পুলিশ সদস্যদের ওপর হওয়া হামলায় জড়িত সকল সন্ত্রাসীকে ‘নির্ম‚ল’ করা হল, বলছে কাশ্মীর জোন পুলিশ। এ নিয়ে ৩৬ ঘন্টায় তিনটি বন্দুকযুদ্ধে নিহত সন্ত্রাসীর সংখ্যা বেড়ে নয়ে
দাঁড়াল। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ