মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফিলিপাইনের মেয়র সম্প্রতি গোল্ড মানি গান থেকে ট্রিগার চেপে টাকা উড়িয়েছেন। ভিড়ের মধ্যে তার উড়ানো টাকা হুড়োহুড়ি করে কুড়িয়েছে উপস্থিত জনতা। তা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ফিলিপাইনের মেয়র লুইস চাভিট সিংসন মাস্ক ছাড়াই ভিড়ের মধ্যে যান। এরপর টাকা উড়ানোর বন্দুকের ট্রিগার চাপেন। তখন একেবারে বেশ কিছু নোট ছড়িয়ে পড়ছিল। ওই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। জানা গেছে, তিনি যে নোটগুলো উড়িয়েছেন, তার বেশিরভাগই ১০০ পেসো। তবে তিনি কিছু ৫০০ পেসো উড়িয়েছেন। ৪৩ সেকেন্ডের একটি ভিডিও প্রথমে পোস্ট করেন মেয়র লুইস চাভিট সিংসন। পরে সেটি অন্যরা শেয়ার করে ছড়িয়ে দেন। এরই মধ্যে লাখ লাখ দর্শক ভিডিওটি দেখেছেন। ৮০ বছর বয়সী মেয়র লুইস চাভিট সিংসন বলেছেন, আমার এ ধরনের কর্মকান্ড ভোটের আশায় প্রচারণার কৌশল ছিল না। কারণ ২০২২ সালের মে মাসের নির্বাচনে স্থানীয় বা জাতীয় কোনো পদই আমি চাচ্ছি না। তিনি আরও বলেন, এটা তো নতুন কোনো ঘটনা নয়। এর আগেও এভাবে টাকা উড়িয়ে জনগণকে আনন্দ দিয়েছি। এই কাজের একটাই উদ্দেশ্য; সেটা হলো- জনগণকে খুশি করা। মানুষ যদি খুশি থাকে, আমিও খুশি হই। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।