Inqilab Logo

শনিবার, ২৫ মে ২০২৪, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কলোরাডোয় দাবানলে বহু হতাহতের আশঙ্কা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে শক্তিশালী দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বহু হতাহতের আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উত্তর কলোরাডোর বোল্ডার কাউন্টিতে দাবানলের আগুন ছড়িয়ে পড়ে। প্রতিবেদনগুলোয় বলা হয়, আগুনের ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৬০০টি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। সরিয়ে নেয়া হয়েছে লুইসভিল এবং সুপিরিয়র শহরের ৩০ হাজার বাসিন্দাকে। ১০৫ মাইল বেগে ঝোড়ো হাওয়ায় আগুনের শিখা ছড়িয়ে পড়ছে। দাবানলে সৃষ্ট প্রবল বাতাসে বিদ্যুতের লাইন ভেঙে পড়ে আগুনের ঘটনা ঘটেছে। এটি রাজ্যের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক দাবানলের ঘটনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উদ্ধারকর্মীদের বরাত দিয়ে গার্ডিয়ান বলছে, আগুনের ঘটনায় লোকজনকে সরিয়ে নেয়া হলেও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তারা সম্ভাব্য সব জায়গায় উদ্ধার পরিচালনা করছে। দাবানল নিয়ন্ত্রণে কলোরাডোর গভর্নর জ্যারেড পলিস জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি এক সংবাদ সম্মেলনে জানান, এটি প্রকৃতির একটি শক্তি। শিগগিরই বাতাস কমে যাবে ও আবহাওয়া পরিবর্তন হবে। কলোরাডো সা¤প্রতিক বছরগুলোয় চরম খরার সম্মুখীন হয়েছে। বিবিসি,দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ