Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

করোনায় নভেম্বরেই ৭১ সহস্রাধিক মৃত্যু রাশিয়ায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান এজেন্সি রোসস্ট্যাট বৃহস্পতিবার বলেছে, দেশটিতে নভেম্বর মাসে কোভিড-১৯ রোগে ৭১ হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে। মহামারী শুরুর পরে এটি মৃত্যুর নতুন রেকর্ড। রাশিয়ায় গত নভেম্বরে কোভিডে ৮৭ হাজার ৫২৭ জনের মৃত্যু হয়েছে উল্লেখ করে পরিসংখ্যান এজেন্সি জানায়, এদের মধ্যে ৫ হাজার ৯২৪ জনের করোনায় মৃত্যু হয়নি বলে ধারণা করা হয়। এতে কোভিডে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ১৮৭ জন। রাশিয়ার কর্তৃপক্ষের বিরুদ্ধে করোনাভাইরাস মহামারীর প্রভাব কমিয়ে দেখানোর অভিযোগ রয়েছে। রোসস্ট্যাট বলেছে, মহামারী ট্র্যাক করা একটি সরকারি টাস্কফোর্সের হিসাবের তুলনায় মৃত্যুর সংখ্যা অনেক বেশি। এই টাস্কফোর্সের হিসাবে, রাশিয়ায় কোভিডে মোট মৃত্যুর সংখ্যা ৩ লাখ ৭ হাজার ৯৪৮ জন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ