Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বহুবিবাহ স্বীকার করা হলেও উৎসাহ দেয়া হয়নি : গুজরাট হাইকোর্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

মুসলিম আইনে বহুবিবাহ স্বীকৃত, কিন্তু কখনোই উৎসাহ দেয়া হয় না। এই যুক্তিতে প্রথমা স্ত্রী স্বামীর সাথে থাকতে অস্বীকার করতে পারেন। রায় দিলো গুজরাট হাইকোর্ট। ফ্যামিলি কোর্টের রায়কে খারিজ করে দিয়ে হাইকোর্ট বলেছে, কোনো নারীকে স্বামীর সাথে থাকতে বাধ্য করা যাবে না। আদালতের নির্দেশ থাকলেও নয়। হাইকোর্টের রায়, প্রথমা স্ত্রীকে একসাথে থাকতে বাধ্য করার কোনো অধিকার স্বামীর নেই। বিচারপতি তার রায়ে বলেছেন, ভারতে যে মুসলিম আইন চালু আছে, তাতে বহুবিবাহ স্বীকার করা হয়েছে, কিন্তু কখনোই তাকে উৎসাহ দেয়া হয়নি। স্ত্রীকে তার সাথে থাকতে বাধ্য করতে পারে না স্বামী। সেই অধিকার তার নেই। দিল্লি হাইকোর্টের সা¤প্রতিক একটি রায়কে উদ্ধৃত করে গুজরাট হাইকোর্টও জানিয়েছে, অভিন্ন দেওয়ানি বিধি কখনোই নিছক আশার বিষয় হয়ে সংবিধানে থাকতে পারে না। এই রায় দিয়েছেন বিচারপতি জে বি পার্দিওয়ালা ও বিচারপতি নীহার মেহতা। তারা রায়ে বলেছেন, দাম্পত্যের অধিকার শুধু স্বামীরই থাকবে এটা হতে পারে না। ফ্যামিলি কোর্ট কোনো স্ত্রীকে স্বামীর সাথে বসবাসে বাধ্য করতে পারে না। বিচারপতিরা জানিয়েছেন, আবেদনকারী নারী বনাসকান্থা জেলার ফ্যামিলি কোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন জানিয়েছিলেন। ফ্যামিলি কোর্ট রায় দিয়েছিল, ওই নারীকে স্বামীর কাছে ফিরে যেতে হবে এবং স্ত্রীর দায়িত্ব পালন করতে হবে। ওই দম্পতির বিয়ে হয়েছিল ২০১০ সালের ২৫ মে। ওই নারী হলেন প্রশিক্ষিত নার্স এবং তিনি সিভিল হাসপাতালে কাজ করেন। কিন্তু তার স্বামী তাকে অস্ট্রেলিয়া যেতে বাধ্য করছিলেন এবং সেখানে কাজ করার জন্য চাপাচাপি করছিলেন। পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ