মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কাবুলে ড্রোন হামলার মাধ্যমে বেসামরিক আফগান হত্যার বিষয়ে দোষী মার্কিন সেনাদের শাস্তির দাবি করেছে চীন। চীনা কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রকে ওই অভিযুক্ত মার্কিন সেনাদের জবাবদিহিতা ও শাস্তির আওতায় আনার আহŸান জানিয়েছে। বৃহস্পতিবার চীনের পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়। যুক্তরাষ্ট্রকে চীন জোর দিয়ে বলেছে, আগস্ট মাসে আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন ড্রোন হামলার মাধ্যমে বেসামরিক আফগান হত্যার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। এ ড্রোন হামলায় যারা জড়িত সে সকল অপরাধীদের (মার্কিন সেনাদের) শাস্তি দিতে হবে। একমাত্র এ সকল অপরাধীদের শাস্তি দেয়ার মাধ্যমে আফগান জনগণের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা যাবে। এক সংবাদ সম্মেলনে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল তান কেফেই এসব দাবি তুলে ধরেছেন। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল তান কেফেই আরো বলেন, বেসামরিক আফগানদের ওপর চালানো ওই মার্কিন ড্রোন হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লংঘন। কারণ, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুসারে বেসামরিক নাগরিক ও সামরিক ব্যক্তির (সেনাবাহিনী) মধ্যে পার্থক্য আছে। এদিকে ড্রোন হামলার মাধ্যমে বেসামরিক আফগান হত্যায় অভিযুক্ত মার্কিন সেনাদের ক্ষমা করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর। এখন এসব মার্কিন সেনাদে আর কোনো শাস্তি বা বিচারের আওতায় আনবে না যুক্তরাষ্ট্র। অথচ, অভিযুক্ত মার্কিন সেনাদের নেতৃত্বে চালানো ওই ড্রোন হামলায় ১০ বেসামরিক আফগান নিহত হন। নিহত আফগানদের মধ্যে সাতজনই ছিল শিশু। ওই মার্কিন ড্রোন হামলার বিষয়ে বিশ্বজুড়ে সমালোচনা ও নিন্দা জানানো হয়েছিল। আফগানিস্তান থেকে চলে যাওয়ার কিছু দিন আগে ওই ড্রোন হামলা চালায় মার্কিন প্রশাসন। ওই সময় আফগানিস্তান থেকে পশ্চিমা ঘনিষ্ট ব্যক্তিদের সরিয়ে নিচ্ছিল যুক্তরাষ্ট্র। ইয়েনি শাফাক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।