Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

রিনাই আফগানিস্তানে মার্কিন বিশেষ দূত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

চলতি বছরের আগস্ট মাসে আফগানিস্তান ছেড়ে যায় মার্কিন বাহিনী। এরপর পশ্চিমা-সমর্থিত প্রেসিডেন্ট আশরাফ গনি তার প্রাসাদ ছেড়ে পালিয়ে যান। আবারও দেশটির ক্ষমতায় বসে তালেবান। তবে আফগানিস্তান থেকে যে বিশৃংখলভাবে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে তার বিরোধী ছিলেন যুক্তরাষ্ট্র সরকারের সাবেক নারী উপদেষ্টা রিনা আমিরি। এবার তাকেই আফগানিস্তানের নারী, মেয়ে ও মানবাধিকার রক্ষায় বিশেষ দূত নিয়োগ দিল যুক্তরাষ্ট্র। প্রতিবেদন অনুযায়ী, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিøঙ্কেন বিবৃতি দিয়ে বলেছেন, “আমরা একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, নিরাপদ আফগানিস্তান চাই। যেখানে সব আফগান নাগরিক রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অন্তর্ভুক্তিতে বাস করতে পারে। বিশেষ দূত আমিরি আমার সাথে সেই লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।” রিনা আমিরি দুই দশক ধরে মার্কিন সরকারের উপদেষ্টা, জাতিসংঘ ও আফগানিস্তান-সংক্রান্ত বিষয়ে থিঙ্ক ট্যাংক হিসেবে কাজ করেছেন। তিনি এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে যুক্তরাষ্ট্র সরকারের আফগানিস্তান ও পাকিস্তানবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ