মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মডেল ৩ ও মডেল এস ইলেকট্রিক গাড়ির ক্যামেরা ও ট্রাংক ইস্যু পুনরায় পর্যালোচনার জন্য বাজার থেকে ৪ লাখ ৭৫ হাজারের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা। এই দুটির কারণ গাড়িগুলোর দুর্ঘটনায় পড়ার ঝুঁকি বাড়ায়। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সড়ক নিরাপত্তা নিয়ন্ত্রক এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাড়ি ফিরিয়ে আনার ঘোষণার পর শেয়ার বাজারে টেসলার ১.১ শতাংশ দরপতন হয়েছে। মার্কিন ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি গত বছর প্রায় ৫ লাখের মতো গাড়ি সরবরাহ করেছে। এই বিষয়ে টেসলার মন্তব্য পাওয়া যায়নি। টেসলার গাড়ি দুর্ঘটনায় পড়া নিয়ে তদন্ত করছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন। তারা জানিয়েছে, মডেল ৩ ও মডেল এস কারের কোনও দুর্ঘটনা, ইস্যু দুটির কারণে আহত বা নিহতের ঘটনা সম্পর্কে টেসলা অবহিত নয়। গাড়ি চালানোর সময় ভিডিও গেম খেলতে দেওয়ার সিদ্ধান্তের ঘটনায় নির্মাতাদের বিরুদ্ধে তদন্ত করছে মার্কিন সংস্থাটি। যদিও পরে টেসলা চলন্ত অবস্থায় ভিডিও গেম খেলার সুবিধাটি বন্ধ করেছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।