বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, সব দলের সাথে পরামর্শ করে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন নিয়োগ দিতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা থাকবে না। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ধর্মহীন শিক্ষানীতি পাঠ্যসূচি শিক্ষা আইন বাতিলের পাঠ্যসূচি সংশোধনের দাবি জানিয়ে এলেও সরকার তা আমলে নিচ্ছে না, এটা সরকারের শুভ নয়। শিক্ষানীতি ও শিক্ষা আইন বাতিল করে শিক্ষার সর্বক্ষেত্রে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। অন্যথায় আলেম-ওলামা ও ইসলামী দলগুলো দেশের ঈমানদার তাওহিদী জনতা গণআন্দোলন গড়ে তুলবে।
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা কুরবান আলী। আরো বক্তব্য রাখেন মহানগর সহ-সভাপতি মাওলানা গাজী রহমতুল্লাহ, মাওলানা শাহ মমশাদ, মাওলানা পীর আব্দুল জাব্বার, মাওলানা সামিউর রহমান মূসা, মাওলানা আরিফুল হক ইদ্রিস, মাওলানা ফাহাদ আমীন, মাওলানা আমীন আহমদ, ছাত্র মজলিস নেতা তারেক বিন হাবিব, সাদিক সালিম, রশিদ মুশতাক প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।