নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার রাতে বার্নলেকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড৷ এর মাধ্যমে পয়েন্ট টেবিলের ছয়ে উঠে এসেছে তারা৷ ম্যাচটিতে রেড রেডিলদের হয়ে গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও ম্যাক তমিনে। অপর গোলটি তারা পেয়েছে বেন বির পা থেকে পাওয়া আত্মঘাতী গোলে। অন্যদিকে বার্নলের হয়ে একমাত্র গোলটি করেছেন এ লেরন।
ম্যাচের মাত্র ৮ মিনিটের সময় ম্যাক তমিনে গোল করে ম্যানইউকে এগিয়ে নেন। এরপর ২৭ মিনিটে আত্মঘাতী গোলে তাদের গোলের ব্যবধান বাড়ে। ৩৫ মিনিটের সময় ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করলে ওই সময় বড় জয় নিশ্চিত হয়ে যায় রেড ডেভিলদের। ৩৭ মিনিটের সময় বার্নলে তাদের একমাত্র গোলটি করে।
এদিকে এ জয়ের মাধ্যমে টানা ১০ বছর বছরের শেষ ম্যাচে অপরাজিত থেকেছে ম্যানচেস্টার ইউনাইটেড৷ ২০১১ সালের ওল্ড ট্রাফোর্ডে ব্ল্যাকবার্ন ইউনাইটেডের বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে হেরেছিল তারা। এরপর বছরের শেষ ম্যাচে আর হারেনি তারা। এই ১০টি ম্যাচের মধ্যে ম্যানইউ জয় পেয়েছে ৭টি ম্যাচে। আর ড্র করেছে বাকি তিনটি ম্যাচ। এদিকে রোনালদো আজ গোল করে ম্যানইউর
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।