Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশুর পেটে আস্ত ব্রেসলেট!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

হাতের কাছে যা কিছু পাবে তাই নিয়ে শিশুরা মুখে দেয়। পৃথিবীর যে প্রান্তের শিশুই হোক না কেন এমন কান্ড করবেই। আর এ কান্ড তারা যে বুঝে করে সেটি কিন্তু সঠিক নয়। অনেক সময় খাবার নয় এমন জিনিস গিলে অনেক শিশুর প্রাণহানির ঘটনা পর্যন্ত ঘটেছে।
মধ্যপ্রাচ্যের দেশ সউদী আরবের একটি শিশু তেমন কান্ড ঘটিয়ে পরিবারকে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে ফেলে দেয়। শিশুটি (৬) হাতের কাছে একটি ব্রেসলেট পেয়ে মুখে দিয়ে গিলে ফেলে। পরিবারের লোকজন দ্রæত হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা শিশুটির পেট থেকে আস্ত ওই ব্রেসলেটটি বের করতে সক্ষম হন।
গত বুধবার জেদ্দার বাসিন্দা শিশুটির তীব্র পেট ব্যথা শুরু হলে তাকে কিং আবদুল আজিজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা এক্স-রে করে শিশুর পেটে অদ্ভ‚ত এক বস্তু দেখতে পান। পরে চিকিৎসকরা সেই বস্তুটিকে ব্রেসলেট হিসেবে শনাক্ত করতে সক্ষম হন।
শিশু সার্জন ওমর মনসুরের নেতৃত্বে একদল চিকিৎসক দুই ঘণ্টা অস্ত্রপচারের পর শিশুটির পেট থেকে অক্ষত অবস্থায় ব্রেসলেটটি অপসারণ করতে সক্ষম হন। শিশুটি হাসপাতালে স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানা গেছে। সূত্র : গালফ নিউজ, আরব নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ