মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটার বাসিন্দা সুসান নর্ডিন গত অক্টোবরে মর্গান পার্ক এলাকার নতুন একটি বাড়িতে উঠেছেন। এর কয়েক দিন পরই তার নতুন বাড়ির ঠিকানায় আসে এক ‘রহস্যজনক চিঠি’। চিঠিটি পাঠানো হয়েছিল ৬৮ বছর আগে ১৯৫৩ সালে জনৈক এড এলসন দম্পতির নামে। চিঠিতে জিমি নামের কারও জন্মের সংবাদ জানানো হয়েছে।
চিঠি পাওয়ার পরেই মর্গান পার্ক এলাকার একটি কমিউনিটি ফেইসবুক পেজে শেয়ার করেন সেই ঘটনা। এরপর পাওয়া যায় চিঠির আসল প্রাপকের হদিস। তবে যাদের নামে সেই চিঠি পাঠানো হয়েছিল তারা কেউই বেঁচে নেই। এমনকি চিঠিতে যার জন্মের খবর জানানো জিমি নামের সেই ব্যক্তিরও মৃত্যু হয়েছে কয়েক মাস আগে!
ফেইসবুকে সুসানের পোস্ট চোখে পড়ে নেলসন দম্পতির নাতনি ও জিমির বোন কনি এন্ডারহমের। তিনিই সুসানের কাছে উন্মোচন করেন চিঠির রহস্য। কনি জানান, গত শতাব্দীর মধ্যবর্তী সময়ে তার বাবা চাকরির জন্য জার্মানিতে যান। তিনি ১৯৫৩ সালের কোনো এক সময় জার্মানি থেকে চলে যান ডেনমার্কে। সে সময় কনির মা ছিলেন বাবার সঙ্গে।
তিনি আরও জানান, ডেনমার্কের কোপেনহেগেনে ওই বছরই জন্ম হয় তার বড় ভাই জিমি এন্ডারহমের। সেখান থেকেই মর্গান পার্কের বাড়িতে চিঠি লিখে সেই খবর পাঠান তার বাবা। কিন্তু অজ্ঞাত কারণে সেই চিঠি আর আসেনি। পরে অবশ্য কনির বাবা-মা দেশে ফিরে ওঠেন সেই বাড়িতেই। সেখানেই তার দাদা-দাদির মৃত্যু হয়েছে।
কনি জানান, দাদা-দাদির মৃত্যুর পরপরই বাড়িটি বিক্রি করে দেন তা মা। পরে তারা ওঠেন নতুন বাড়িতে। চিঠিটি যে তারই বাবার লেখা সে বিষয়ে কোনো সন্দেহ নেই তার। চিঠিটি তার ভাইয়ের জন্মের সময়কার দারুণ এক স্মৃতি। তবে আফফোসের বিষয় গত আগস্টে মারা গেছেন তার ভাই জিমি। সূত্র : নিউজ টিভিএস ২৪, ফক্স নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।