Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রখ্যাত কবিদের নাম-বদল বিতর্ক যোগীরাজ্যে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

নামকে কেন্দ্র করে যাবতীয় বিতর্কের সূত্রপাত উত্তরপ্রদেশ উচ্চশিক্ষা সার্ভিস কমিশনের ওয়েবসাইট ঘিরে। সেই ওয়েবসাইটে কয়েকদিন আগে উত্তরপ্রদেশের বিখ্যাত কবি ‘আকবর এলাহাবাদি’র নাম ‘আকবর প্রয়াগরাজ’ করা হয়েছিল। সরকারি ওয়েবসাইটে এমন ঘটনা দেখে ভারতে শুরু হয়ে যায় বিতর্ক। উল্লেখ্য, উর্দু কবি সাঈদ আকবর হুসেনের নাম আকবর এলাহাবাদি নামে প্রচলিত। সেই নামে ‘এলাহাবাদি’ শব্দটি সরিয়ে ‘প্রয়াগরাজ’ শব্দ বসানো হয় বলে অভিযোগ ওঠে। সেই থেকেই দানা বাঁধতে থাকে বিতর্ক। উত্তরপ্রদেশের ইউপিএইচইএসসি ওয়েবসাইটে দেখা গেছে, এমন বহু বিখ্যাত কবি যারা নামের শেষে ‘এলাহাবাদি’ শব্দটি ব্যবহার করতেন, তাদের নামের শেষে ‘প্রয়াগরাজ’ করা রয়েছে। যেমন রশিদ এলাহাবাদি হয়েছেন রশিদ প্রয়াগরাজ, তেগ এলাহাবাদি হয়েছেন তেগ প্রয়াগরাজ। ওয়েবসাইটে এই কবিদের প্রসঙ্গে লেখাও রয়েছে যে ‘তারা সবাই প্রয়াগরাজের বাসিন্দা ছিলেন।’ উল্লেখ্য, ২০১৮ সালে উত্তরপ্রদেশের এলাহাবাদ নগরীর নাম পাল্টে প্রয়াগরাজ করা হয়। এরপর কবিদের নামে এই বদল ঘিরে নানান মহলে নানান প্রশ্ন ওঠে। গোটা বিতর্ক নিয়ে ইউপিএইচইএসসির সচিব বন্দনা ত্রিপাঠি জানান, ওয়েবসাইটের এই ভুল তাদের চোখে পড়েছে। তিনি জানিয়েছেন, এটি সম্প‚র্ণ একটি অনিচ্ছাকৃত ভুল। ওই নামের ভুল ওয়েবসাইটে শোধরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানানো হয়। এদিকে, উত্তরপ্রদেশের সাহিত্যিকমÐলীর মধ্যে বিষয়টি নিয়ে প্রবল আলোচনা শুরু হয়। নামের এই ভুলের চরম সমালোচনা করেন বিখ্যাত লেখক ইমতিয়াজ আহমেদ গাজি। তিনি বলেন, ‘অন্যের নাম পাল্টে দেয়ার অধিকার কারোর নেই।’ তিনি বলেন, কোনো লেখকের ছদ্মনাম পাল্টানোর এখতিয়ার অন্য কারোর নেই। অবিলম্বে যাতে এই ওয়েবসাইটের ভুল শোধরানো যায়, তার দাবি জানান ইমতিয়াজ আহমেদ গাজি। উল্লেখ্য, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একজন কট্টরপন্থী হিন্দু জাতীয়তাবাদী নেতা। তিনি কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপির একজন সম্মুখসারির নেতা। হিন্দুস্থান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ