Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রায়ে ক্ষুব্ধ হয়ে বিচারকের দিকে জুতা নিক্ষেপ সুরাটে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

শিশু ধর্ষণ ও হত্যার দায়ে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত এক ব্যক্তি বিচারকের দিকে জুতা নিক্ষেপ করেছেন। ভারতের গুজরাট প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর সুরাটে এই ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাঁচ বছরের এক শিশুকে অপহরণের পর হত্যার দায়ে আদালত বুধবার দোষী ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। এরপর ক্ষুব্ধ হয়ে তিনি বিচারকের দিকে জুতা ছুড়ে মারেন। আদালত সূত্রে জানা যায়, দোষী সুজিত সাকেট মধ্য প্রদেশের বাসিন্দা। গত ৩০ এপ্রিল তিনি পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করেন। ভুক্তভোগী শিশু এক অভিবাসী শ্রমিকের কন্যা। শিশুটিকে একা পেয়ে সুজিত তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে অপহরণ করেন। একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণের পর তাকে শ্বাসরোধে হত্যা করেন। ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে এজাহার (এফআইআর) দায়ের করা হয়। আদালত ২৬ জন সাক্ষীর সাক্ষ্য, ৫৩টি ডকুমেন্টারি পর্যবেক্ষণ করে বিচার কাজ শেষ করেন। বুধবার নারী ও যৌন নিপীড়ন বিরোধী আদালতের বিচারক পিএস কালা রায় ঘোষণা করেন। রায় শুনে দোষী সুজিত সাকেট রাগান্বিত হয়ে বিচারকের দিকে জুতা ছুড়ে মারেন। তবে জুতাটি বিচারকের গায়ে না লেগে সাক্ষীর সাক্ষীর কাটারায় গিয়ে পড়ে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ