Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ট্যান্ড নিউজ বন্ধ হয়ে যেতে পারে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

হংকংয়ের গণতন্ত্রপন্থি অনলাইন সংবাদমাধ্যম স্ট্যান্ড নিউজের কার্যালয়ে পুলিশি অভিযান এবং সাংবাদকর্মীরা গ্রেপ্তার হওয়ার পর বন্ধ হয়ে যাচ্ছে এর কার্যক্রম। ‘রাষ্ট্রদোহমূলক প্রকাশনা প্রকাশের ষড়যন্ত্রের’ অভিযোগে গণমাধ্যমটির সাবেক ও বর্তমান মিলিয়ে ৭ জন কর্মীকে আটক করেছে হংকং পুলিশ। এরপর ফেইসবুকে এক পোস্টে বলা হয়, “এই পরিস্থিতির কারণে স্ট্যান্ড নিউজ অবিলম্বে তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে।” অনলাইন সংবাদমাধ্যম স্ট্যান্ড নিউজের কার্যালয়ে অভিযানে পাঠানো হয়েছিল ২০০’র বেশি পুলিশ কর্মকর্তাকে। এক বিবৃতিতে পুলিশ জানায়, তাদের ‘সাংবাদিকতা সংক্রান্ত প্রাসঙ্গিক সামগ্রী তল্লাশি ও জব্দ করার’ ক্ষমতা দেওয়া হয়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ