Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দারফুরে জাতিসংঘের খাদ্যগুদাম লুট, কারফিউ জারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ৭:৩৪ পিএম

সুদানের উত্তরাঞ্চলের দারফুর রাজ্যে কারফিউ জারি করা হয়েছে। অস্ত্রধারীরা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) একটি গুদাম লুট করার পর রাতে কারফিউ জারি করা হয়। আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বুধবার এক বিবৃতিতে জাতিসংঘ বলেছে, গুদামে ১ হাজার ৭০০ টনের বেশি খাবার ছিল, যা সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের জন্য জীবন রক্ষার উদ্দেশ্যে রাখা হয়েছিল।
জাতিসংঘের মানবিক সমন্বয়কারী খার্দিয়াতা লো এনদিয়ায়ে বলেছেন, সুদানে প্রতি তিনজনের মধ্যে একজনের মানবিক সহায়তা প্রয়োজন। খাদ্য লুটের এ ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) মতে, সুদানের হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সূত্র : আল জাজিরা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ