Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বীনি মাদরাসাগুলো আলোকিত মানুষ তৈরি করছে

উম্মুলকুরা মাদরাসায় নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ৭:০২ পিএম

পবিত্র কোরআনের চর্চা ঘরে ঘরে চালু করতে হবে। কোরআনকে আকড়ে ধরতে পারলেই ছাত্র ছাত্রীদের জীবনে সফলতা আসবে। দ্বীনি মাদরাসাগুলো আলোকিত মানুষ তৈরি করছে। মাদরাসার ছাত্ররা দ্বীনদার মুত্তাকি হিসেবে গড়ে উঠতে পারলেই দেশ জাতিসহ সারা বিশ্বে এলমে দ্বীনের আলো ছড়িয়ে দিতে পারবে। এজন্য ছাত্রদের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।

আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডস্থ বটতলা ‘উম্মুলকুরা আননাজাত মাদরাসা’য় বার্ষিক ফলাফল বিতরণী অনুষ্ঠানে নেতৃবৃন্দ এসব কথা বলেন। মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবে স্টাফ রিপোর্টার শামসুল ইসলাম।

এতে আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক মো. শাহ আলম, ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. আল আমিন, মাওলানা মো. নেছার উদ্দিন, হাফেজ মাওলানা মো. মাসুম বিল্লাহ ও মাওলানা মো. হাসনাইন।

নেতৃবৃন্দ আরো বলেন, একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি এবং আখেরাতে যেন পিতা মাতার নাজাতের জন্য উসিলা হওয়া যায় সেদিকে খেয়াল রেখেই ছাত্র ছাত্রীদের দ্বীনি শিক্ষায় সাফল্য অর্জন করতে হবে। অনুষ্ঠান শেষে মাদরাসার উত্তোরোত্তর উন্নতি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রিন্সিপাল মাওলানা মো. নজরুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ