Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০৪০ সালের মধ্যে বাংলাদেশ ধনী রাষ্ট্র হবে -সেমিনারে ড. মীজানুর রহমান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ৩:২২ পিএম

বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমান বলেছেন, দেশ যেভাবে উন্নয়নের পথে চলছে তাতে ডলারের হিসাবে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ ধনী রাষ্ট্র হবে। আমরা উন্নয়ন করছি। পরিসংখ্যান দিয়েই অনেক কিছু বলা যায়। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। সারাদেশের মানুষের কাপড় পরাই, গার্মেন্টসশিল্পে সেরকম উন্নয়ন আমাদের। কৃষিতেও আমাদের প্রযুক্তিগত উন্নয়ন চোখে পড়ার মতো।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের উদ্যোগে আয়োজিত ‘মুক্তিসংগ্রামের চেতনায় সমৃদ্ধির পথে বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ড. মীজানুর রহমান বলেন, দেশে-বিদেশে এত সমালোচনা হয়, ফেসবুকে লেখালেখি হয়। কেউ কী বলেছে কোনো এলাকার মানুষ না খেয়ে আছে? নেই। কারণ আমরা উন্নয়নের পথে হাঁটছি। আমরা ৪০ সালের মধ্যে ধনী রাষ্ট্র হবো, সেটা হবো ডলারের হিসাবে। সেটা আমরা অর্জন করবো। মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ, এখানে মুক্তি শব্দটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ। ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিলেন সেটা কিন্তু অসম্পূর্ণ ছিল না। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। পুরো ভাষণটিই এখন বিশ্ব-ঐতিহ্যের অংশ।

ফোরামের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন কলামিস্ট ও ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস। এছাড়া মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন জবির ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমেদ, ফোরামের সহ-সভাপতি অধ্যাপক ড. রাশিদ আসকারী, সর্ব-ইউরোপীয় আ.লীগের সভাপতি এম নজরুল ইসলাম, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ‘সম্প্রীতি বাংলাদেশ’র সদস্য সচিব অধ্যাপক ড. মামুন আল মাহতাব প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ