মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আগামী ১০ বছরের মধ্যে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে ১০ লাখ প্রজাতির প্রাণী। জানালো ওয়ার্ল্ড ওয়াইডলাইফ ফান্ড।
বিশ্বে আগে কখনো এই ধরনের সংকট আসেনি। একসঙ্গে এত প্রজাতির প্রাণী বিপদগ্রস্ত হয়নি। এই বিপদের মূল কারণ হলো জলবায়ু পরিবর্তন। ওয়ার্ল্ড ওয়াইডলাইফ ফান্ড (ডাব্লিউডাব্লিউএফ)-এর জার্মান শাখা এই বিপদের কথা শুনিয়েছে। তারা একটি তালিকা প্রকাশ করেছে, তার নাম ২০২১ সালের বিজয়ী ও পরাজিতরা। সেখানেই বলা হয়েছে, প্রাণীসংরক্ষণের দিক থেকে কারা জয়ী, কারা বিপদের মুখে।
ডাব্লিউডাব্লিউএফ জার্মানি একটি বিবৃতিতে বলেছে, আগামী দশকে দশ লাখ প্রজাতি বিশ্ব থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। ডাইনোসর যুগের পর এই প্রথম এত প্রজাতির প্রাণী বিপদের মুখে পড়েছে।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেশন অফ নেচার (আইইউসিএন) লাল তালিকা অনুযায়ী, বর্তমানে এক লাখ ৪২ হাজার পাঁচশ প্রাণী ও গাছের প্রজাতি নিশ্চিহ্ন হওয়ার মুখে দাঁড়িয়ে। সূত্র : এএফপি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।