Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চট্টগ্রাম-বরিশাল ম্যাচে শুরু বিপিএল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম

 বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট শেষে অপেক্ষা এবার খেলা মাঠে গড়ানোর। তার আগে সূচিও প্রায় চ‚ড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আনুষ্ঠানিকভাবে এখনও যদিও তা এখনও জানায়নি বিসিবি। তবে তার আগেই প্রকাশ্যে এসেছে বিপিএলের সূচি। প্রস্তাবিত সম্ভাব্য সূচি অনুযায়ী, ২১ জানুয়ারি উদ্বোধনী দিনের প্রথম খেলায় পরস্পরের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। একই দিন দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের প্রতিপক্ষ ঢাকা।
প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দলগুলো রাউন্ড রবিন লিগে প্রত্যেকের মোকাবেলা করবে দুইবার করে। প্লে-অফ ও ফাইনালের চারটি ম্যাচে থাকছে একদিন করে রিজার্ভ ডে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ