Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুলাইয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২১, ১০:৩৯ পিএম
নতুন বছরে নিজেদের সূচি ও পরিকল্পনা প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।  পুরো বছরে বেশ ব্যস্ত সময় পার করবে তারা। 
 
তাদের প্রকাশিত সূচি অনুযায়ী আগামী জুলাই মাসে দেশটিতে সফর করবে বাংলাদেশ। আর এ সফরে ক্যারিবিয়ানদের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। 
 
এই সফরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুটি টেস্ট ম্যাচ। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। 
 
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষবার দ্বিপাক্ষিক সিরিজে খেলে এ বছরের জানুয়ারি মাসে। সেবার তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হয় দুই দল। এর মধ্যে তিনটি ওয়ানডেতে লাল-সবুজের প্রতিনিধিরা জয় পেলেও, দুই ম্যাচের টেস্ট সিরিজে হেরে বসে তারা। আর দুই দল সর্বশেষবার টি-টোয়েন্টি ম্যাচে খেলে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। সে ম্যাচটিতে অল্পের ব্যবধানে হেরে যায় টাইগাররা।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ