মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মোরো বে উপক‚লে হাঙরের আক্রমণে এক সার্ফার নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
স্থানীয় পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার তাদের কাছে খবর আসে, এক ব্যক্তিকে সমুদ্রের পানি থেকে তীরে টেনে তোলা হয়েছে। তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছায়। ঘটনাস্থলে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়। তবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে। নিরাপত্তার কথা বিবেচনা করে ভ্রমণকারীদের পরবর্তী ২৪ ঘণ্টা ওই এলাকায় পানিতে না নামার নির্দেশনা দেয় কর্তৃপক্ষ।
স্যান জোস ও লস অ্যাঞ্জেলেস এলাকার মাঝামাঝি উপক‚লীয় শহর মোরো বে-এর অবস্থান। স্থানীয় টহল পরিচালক এরিক এন্ডার্সবি সিএনএনকে বলেন, ‘এ এক ভয়াবহ দুর্ঘটনা। ভাগ্য ভালো যে বৈরী আবহাওয়া আর বাতাসের কারণে সার্ফ নষ্ট হয়ে যাওয়ায় অনেক সার্ফার সেদিন পানিতে নামতে পারেননি। নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা ওই এলাকা দিয়ে পানিতে নামা বন্ধ করে দিয়েছি।’
লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার হাঙরের আক্রমণে প্রাণ হারানো সার্ফারের বয়স ৩১ বছর। সেদিন সাগরে তার কাছাকাছি এক নারী সার্ফার অবস্থান করছিলেন। তিনিই ওই সার্ফারের মরদেহ টেনে তীরে নিয়ে এসেছেন।গেত কয়েক বছরে মোরো বে উপক‚লীয় এলাকায় হাঙরের বেশ কয়েকটি হামলা হয়েছে। তবে ২০০৩ সালের পর এ ধরনের হামলায় মৃত্যুর ঘটনা এটিই প্রথম। সূত্র : বিবিসি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।