গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
চাকরীপ্রার্থীদের কর্মসংস্থান সৃষ্টিতে গত ১২ অক্টোবর প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। আগামী শুক্রবার এ প্রশিক্ষণ শেষ হবে। তবে প্রশিক্ষণ শেষ হওয়ার আগেই বুধবার (২৯ ডিসেম্বর) শিক্ষার্থীরা চাহিদা অনুযায়ী চাকরির সুযোগ পেলেন। ঘটনাটি ঘটেছে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) প্রকল্পে। চাকরীপ্রার্থীদের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তাকারী প্রতিষ্ঠান পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় দেশের সুপ্রতিষ্ঠিত আইটি ট্রেনিং ও ডেভলপমেন্ট কোম্পানী ইউওয়াই সিস্টেমস লিমিটেডের মহাখালী ওয়ারল্যাস গেট অফিসে চাকরীপ্রার্থীদের কর্মসংস্থান সৃষ্টিতে এক চাকরি মেলায় প্রশিক্ষনার্থীরা এ সুযোগ পান। এতে দেশের বিখ্যাত ১০টি আইটি কোম্পানী চাহিদা অনুযায়ী জনবল নেয়।
সূত্র মতে, ৩ মাস মেয়াদী ফ্রি আবাসিক সুবিধাসহ (থাকা, খাওয়া) প্রশিক্ষণের মাধ্যমে চাকরি মেলায় আইটি ক্যাটাগরীতে (গ্রাফিক ডিজাইন, আইটি ফ্রিল্যান্সিং) ৫০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষন দেয়া হয়। প্রশিক্ষণ শেষ হতে আরও একদিন বাকী থাকলেও প্রকল্পের নির্দেশনা মোতাবেক ইউওয়াই সিস্টেম লিমিটেড এদিন দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি কর্মসংস্থান বিষয়ক মতবিনিময় সভা আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপক (কার্যক্রম) ও এসইআইপি’র প্রোগ্রাম অফিসার গোলাম জিলানী এবং সভাপতিত্ব করেন ইউওয়াই সিস্টেমের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসাইন মজুমদার। প্রধান অতিথি ছিলেন ফেডারেশন অফ বাংলাদেশ হিউম্যান রাইটস অর্গানাইজেশন (এফবিএইচআরও) সংগঠনের আহবায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মো. শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেল। এছাড়াও াতিথি হিসেবে দেশের স্বনামধন্য আইটি কোম্পানীর নিয়োগকর্তারা উপস্থিত ছিলেন।
পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপক গোলাম জিলানী বলেন, কর্মসংস্থান বিষয়ক এ মতবিনিময় সভায় আয়োজনের মুল লক্ষ্য প্রশিক্ষনার্থীদের চাকরীর বাজারে নিজেদের প্রমাণ করার সুযোগ এবং প্রশিক্ষণ শেষে কিভাবে নিজেদের প্রমাণ করা যায় তার দিকনির্দেশনা দেয়া।
অনুষ্ঠানে প্রশিক্ষনার্থী ও জনবল নিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি ভাইভার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ পান প্রশিক্ষনার্থীরা। অনুষ্ঠানে তাৎক্ষনিক চাহিদা অনুযায়ী চাকরি মিলে ১০ জন প্রশিক্ষনার্থীর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।