Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাতাকিয়া বন্দরে ফের ইসরাইলি হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

ইসরাইল মঙ্গলবার রাতে আবারও সিরিয়ার উপক‚লীয় শহর লাতাকিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেই হামলা প্রতিহত করেছে। লাতাকিয়া হচ্ছে সিরিয়ার সবচেয়ে বড় বন্দরনগরী। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, মঙ্গলবার রাতের প্রথম প্রহরে ইসরাইলি বাহিনী ওই হামলা চালায়। এ হামলায় সিরিয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও পরিষ্কার নয়; তবে তাকিয়া বন্দরে থাকা বেশ কিছুসংখ্যক কনটেইনারে আগুন ধরে যায়। ২০ দিন আগেও ইসরাইলি বাহিনী লাতাকিয়া বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। ১৯৬৭ সালে ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধের সময় ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার গোলান মালভ‚মির বিরাট অংশ দখল করে নেয়। এর পর আনুষ্ঠানিকভাবে দুপক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করেনি। গোলান মালভ‚মিতে ইসরাইল বড় রকমের সেনা উপস্থিতি বজায় রেখেছে। ১৯৬৭ সালে গোলান দখলের পর ১৯৮১ সালে তা ইসরাইলের সঙ্গে একীভ‚ত করে নেয়। তবে আন্তর্জাতিক স¤প্রদায় এখন পর্যন্ত গোলান মালভ‚মিকে ইসরাইলের অংশ বলে স্বীকার করেনি। সানা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ