Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দোনেশিয়ায় আশ্রয় পাবে না রোহিঙ্গারা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

সাগর থেকে উদ্ধার হওয়া শতাধিক রোহিঙ্গাকে আশ্রয় দেবে না ইন্দোনেশিয়া। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা রোহিঙ্গাদের নৌকা মেরামতে সাহায্য করবে এবং তাদেরকে দেশে ফেরত পাঠিয়ে দেবে। সুমাত্রা দ্বীপের বাইরিউয়েন উপক‚লে রোহিঙ্গাদের নৌকাটি দেখতে পাবেন। এতে পুরুষ, নারী ও শিশু মিলিয়ে প্রায় ১২০ জন ছিলেন। তারা ২৮ দিন ধরে সাগরে ভাসছিলেন। অনাহারে তাদের কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছিলেন। এদের মধ্যে একজন মারা গেছেন। নৌবাহিনীর স্থানীয় কর্মকর্তা দিয়ান সুরিয়ানসিয়াহ বলেন, ‘রোহিঙ্গারা ইন্দোনেশিয়ার নাগরিক নন, শরণার্থী হিসেবেও আমরা তাদের অভ্যন্তরে আনতে পারি না। এটা সরকারি নীতির অংশ।’ তিনি জানান, আটকে পড়া নৌকার যাত্রীদের মানবিক সাহায্য করবে কর্তৃপক্ষ, যার মধ্যে খাদ্য, পানীয় ও ওষুধ রয়েছে। পরে তাদেরকে ফেরত পাঠানো হবে। জাতিসংঘের ১৯৫১ সালের শরণার্থী বিষয়ক কনভেশনে স্বাক্ষর করেনি ইন্দোনেশিয়া। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ