মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্রান্টজের সাথে বৈঠক করলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইসরাইল গিয়ে সে দেশের প্রতিরক্ষামন্ত্রীর সাথে কথা বলছেন, এমন ঘটনা খুব একটা ঘটে না। কিন্তু মঙ্গলবার সেই বিরল বৈঠক হলো। ফিলিস্তিনের প্রেসিডেন্টের সাথে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর আলোচনায় নিরাপত্তা ও অসামরিক বিষয় নিয়ে কথা হয়েছে বলে ইসরাইল জানিয়েছে। স¤প্রতি ইসরাইলের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সাথে ফিলিস্তিনি নেতাদের একাধিকবার কথা হয়েছে। গত আগস্টে আব্বাসের সাথে কথা বলতে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস্ট ব্যাঙ্কে গেছিলেন। বহু বছর পর দুই দেশের মধ্যে এই পর্যায়ে বৈঠক হয়েছিল। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, ২০১০ সালের পর আব্বাস এই প্রথম ইসরাইল গেলেন ও বৈঠক করলেন। মঙ্গলবারের এই বৈঠক গ্রান্টজের বাড়িতে হয়েছে। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দুই নেতা নিরাপত্তা ও অসামরিক বিষয়ে কথা বলেছেন। গ্রান্টজ আব্বাসকে বলেছেন, আর্থিক ও অসামরিক বিষয়ে ফিলিস্তিনের সাথে সম্পর্কের উন্নতি চান তিনি। ডয়চে ভেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।