Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবল তুষারঝড়ে বিপর্যস্ত কয়েকটি মার্কিন রাজ্য

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

প্রবল বৃষ্টি ও তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াসহ পশ্চিমাঞ্চলের কয়েকটি রাজ্য। বিদ্যুৎহীন হয়েছে পড়েছে হাজার হাজার মানুষ। অন্তত ছয়টি রাজ্যে ভারি তুষারপাতের ফলে সতর্কতা জারি রয়েছে বলে জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, সপ্তাহান্তে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টি ও তুষার ঝড় হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে যায় এবং রাস্তা প্লাবিত হয়। ক্যালিফোর্নিয়ায় ২৪ ঘন্টায় ৩০ ইঞ্চি তুষারপাত রেকর্ড হয়েছে। ফলে নেভাডার ইন্টারস্টেট হাইওয়ের ১১২ কিলোমিটার রাস্তা বন্ধ হয়ে যায়। তাছাড়া, সান্তা বারবারা কাউন্টির সান মার্কোস পাসে গত ২৪ ঘন্টায় ১.৮ ইঞ্চির বেশি বৃষ্টিপাত হয়েছে। সান লুইস অবিস্পো কাউন্টির রকি বাট অঞ্চলে ১.৬১ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। নেভাডার রেনোতে ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডবিøউএস) সোমবার পর্যন্ত ভারী তুষারঝড় থাকবে বলে জানিয়েছে। তাছাড়া, এসব অঞ্চলে আগামী কয়েকদিন ভ্রমণও কঠিন হবে বলে সতর্ক করা হয়েছে। নেভাডা, ইউটাহ, আইডাহো, মন্টানা, কলোরাডো এবং ক্যালিফোর্নিয়ার কিছু অংশে তুষারপাতের কারণে রোববার সতর্কত জারি করা হয়। এনডবিøউএস মঙ্গলবার পর্যন্ত বৃহত্তর টাহো লেকে শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করেছে। ওয়াশিংটন, ওরেগনসহ অন্যান্য কিছু এলাকায় বিদ্যুত বিভ্রাট হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা। এদিকে মন্টানার বাসিন্দাদের সতর্ক করে এনডবিøউএস বলেছে, বিপজ্জনক ঠান্ডা বাতাস পাঁচ মিনিটেই উন্মুক্ত ত্বকের ক্ষতি করতে পারে। তাপমাত্রা অনুভব হতে পারে মাইনাস ৪৮ ডিগ্রি সেলসিয়াস। তবে ক্যালিফোর্নিয়ার এ ঝড়ের ফলে একটি সুবিধা হবে বলেও জানিয়েছে বিবিসি। ক্যালিফোর্নিয়ার বিশুদ্ধ পানি সরবরাহের প্রায় ৩০ শতাংশ আসে সিয়েরা স্নোপ্যাক থেকে। কয়েক সপ্তাহের শুষ্ক আবহাওয়ার কারণে পানি সরবরাহের মাত্রা কমে গিয়েছিল। তুষারপাতের ফলে পুনরায় এ ঘাটতি পূরণ হবে বলে জানায় বিবিসি। যুক্তরাষ্ট্রের পশ্চিমের রাজ্যগুলো ভারী তুষারঝড়ে বিপর্যস্ত হলেও, দক্ষিণের রাজ্যগুলোতে ‘অস্বাভাবিক উষ্ণ তাপমাত্রা’ অনুভূত হয়েছে বলে জানানো হয়েছে খবরে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ