Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে পদ্মায় জেলের জালে ধরা পড়ল বিশাল আকৃতির দুই পাঙ্গাস

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২১, ৭:৫৪ পিএম

নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির দুইটি পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ দুইটির ওজন ২২ কেজি। মাছ দুইটি ৯শত টাকা কেজি দরে ১৯ হাজার ৮শত টাকায় বিক্রয় করা হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার পদ্মানদীর রাইটা ঘাট এলাকায় জেলে শামছুল প্রামানিক এর জালে মাছ দুইটি ধরা পড়ে।
পরে দুপুরে মাছ দুইটি লালপুর বাজারে বিক্রয়ের জন্য নিয়ে আসলে রুবেল নামের এক মাছ ব্যবসায়ী ৯শত টাকা কেজি দরে মাছ দুইটি কিনে নেন।
জেলে শামছুল প্রামানিক বলেন,‘পদ্মা নদীর রাইটা ঘাট এলাকায় প্রতিদিনের ন্যায় জাল ফেলে বসে থাকি। বুধবার সকালে জাল তোলার সময় বুঝতে পারি, জালে বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে সবাই মিলে জাল পানি থেকে ওঠালে দেখি বিশাল আকৃতির দুইটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে। এক সঙ্গে এতো বড় দুইটি পাঙ্গাস মাছ যে পাবো তা কখনো কল্পনা করিনি। পরে মাছ দুইটি বিক্রয়ের জন্য লালপুর মৎস্য আড়তে নিয়ে আসলে ৯শত টাকা কেজি দরে রুবেল নামের এক মাছ ব্যবসায়ী মাছ দুইটি কিনে নেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাঙ্গাস মাছ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ